রাজ্যের খবর
উদ্ধার আগ্নেয়াস্ত্র কার্তুজ , গ্রেপ্তার তিন
Firearm cartridges recovered, three arrested

Bangla Jago TV Desk : উদ্ধার আগ্নেয়াস্ত্র কার্তুজ , গ্রেপ্তার তিনজন । ঘটনাটি নদীয়ার কল্যানি থানার ভবানীপুর , গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তিনজনকে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছটি দেশি পিস্তল , নয় টি কার্তুজ একটি দেশি ম্যাগাজিন।
জানা গেছে ধৃতদের নাম প্রহ্লাদ ঘোষ , দেবু সরকার , লোকনাথ ঘোষ । এদের বাড়ি সকলেরই রানাঘাটে। ashamider আজ কল্যাণী আদালতে তোলা হবে|
পুলিশ নিজেদের হেফাজতের চেয়ে আবেদন করবে আদালতে এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে আর কারা কারা জড়িত কি উদ্দেশ্যে তারা এই বেআইনি অস্ত্র নিয়েছিল।
FREE ACCESS