
The Truth of Bengal: গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরের পাশে বিধ্বংসী আগুন। ভস্মীভূত তিনটি বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গাসাগরের ৫ নম্বর রাস্তায় কয়েকটি বাড়িতে আগুন দেখতে পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। আগুনের লেলিহান শিখায় আশপাশের বেশ কয়েকটি বাড়িও জ্বলে যায়।
স্থানীয় মানুষজন তড়িঘড়ি খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে তিনটি বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, তাঁরা আগুনে সবকিছু হারিয়ে ফেলেছেন। তাঁরা সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান।
Free Access