রাজ্যের খবর

দার্জিলিংয়ে টুরিস্ট বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড! চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

Darjeeling

The Truth of Bengal: দার্জিলিংয়ের লালকুঠির কাছে ন্যাশনাল রিসার্চ ফর অর্কিড বাংলোয় ভয়াবহ অগ্নিকান্ড। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে এদিন আচমকাই ওই বাংলো থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

এই দেখে তড়িঘড়ি এলাকাবাসীরা খবর দেন পুলিশ ও দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন এবং পুলিশকর্মীরা। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে পুড়ে ছাঁই হয়ে যায় গোটা বাংলোটাকে।

তবে দমকলবাহিনীর তৎপরতায় কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর নেই। কিন্তু কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকলের বাহিনীর আধিকারিকরা। বাংলোর মালিক এবং কর্মচারীরা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Free Access

Related Articles