রাজ্যের খবর

বন্ধ ঘরে আগুন, অল্পের জন্য রক্ষা পেল প্রাণ

Fire in closed house, life narrowly saved

Truth Of Bengal: বুধবার সকালে মহেশতলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় লাল মসজিদ এলাকায় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। ওই এলাকার বাসিন্দা নরুল মল্লিক সপরিবারে মেদিনীপুরে ঘুরতে গিয়েছিলেন। সেই সুযোগেই তার বন্ধ ঘরে হঠাৎই দাউদাউ করে আগুন লেগে যায়।

স্থানীয়রা প্রথমে ধোঁয়া ও আগুনের শিখা দেখে ছুটে আসেন এবং নিজেরা আগুন নিভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ঘরের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র, জামাকাপড়, বৈদ্যুতিন সামগ্রী এবং একটি মোটরবাইক আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হল, ঘরের ভিতরে থাকা দুটি গ্যাস সিলিন্ডার—যেগুলো বিস্ফোরণ ঘটাতে পারত-তা স্থানীয় বাসিন্দারাই জীবনের ঝুঁকি নিয়ে ঘর থেকে বের করে আনেন। ফলে একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকা।

ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ বা দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে সিএসসি-র (CSC) আধিকারিকদের ঘটনাস্থলে উপস্থিত দেখা গেছে। তাঁরা আগুনের ক্ষয়ক্ষতি পরিমাপ ও দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে কথা বলছেন।

নরুল মল্লিকের ঘরে কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যা নিঃসন্দেহে বড় স্বস্তির বিষয়। তবে এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ও জরুরি পরিষেবার দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Related Articles