রাজ্যের খবর

সাঁকরাইলে থার্মোকল কারখানায় ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু

Fire breaks out at thermocol factory in Sankrail

Truth Of Bengal: হাওড়ার সাঁকরাইলের আলমপুর মোড়ে থার্মোকল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের নাম আকাশ হাজরা (১৮) বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। শনিবার বিকেল তিনটে নাগাদ ওই আগুন লাগে।

দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাটি। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের মোট ৬টি ইঞ্জিন। আগুন ঘন্টা দুয়েক পরে আয়ত্বে আসে। দমকল কর্মীদের সাথে এদিন এলাকার বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়।

তবে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিলনা বলে অভিযোগ। আশেপাশে অনেক কারখানা রয়েছে।আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে দমকল ঠিক সময়ে আসায় আগুন ছড়িয়ে পড়েনি। প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। দমকল আধিকারিক রামকৃষ্ণ সাহা বলেন, মোট ৬টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। ফরেনসিক টিম এলে বিষয়টি পরিষ্কার হবে।

Related Articles