বাঁকরা জাপানিগেটে লোহার কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
Fire at iron factory at Bangra Japangate, 2 fire engines at the spot

The Truth Of Bengal: বাঁকরা জাপানিগেট এলাকায় একটি লোহার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত নটা নাগাদ কলকাতার বাঁকরা জাপানিজেট এলাকায় একটি লোহার কারখানায় অগ্নিকাণ্ড দেখতে পেয়ে দৌড়ে আসেন এলাকাবাসীরা। এরপর স্থানীয়রা নিজেরাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পরেও আগমন নিয়ন্ত্রণে আজকের ব্যর্থ হওয়ায় এলাকাবাসীরা দমকল এবং পুলিশে খবর দেয়।
এরপর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন এবং পুলিশ বাহিনী। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান পুরো কারখানাতে ছড়িয়ে পড়ে ভষ্মিভূত হয়ে যায় কারখানার একাধিক জিনিসপত্র। জানা যায়, ওই কারখানার ভেতরে কয়েকজন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই প্রথমে ওই শ্রমিকদের উদ্ধার করতে সফল হয়। এরপর দীর্ঘ প্রচেষ্টা চালানোর পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে কিভাবেকারখানায় আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।
FREE ACCESS