রাজ্যের খবর

মালদায় হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকল

Fire at hospital in Malda, firefighters on scene

Truth Of Bengal: হাসপাতালে আগুন আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড। আতঙ্কে ছুটে পালাতে শুরু করলেন রোগীরা। মঙ্গলবার এমনই ঘটনা ঘটল মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। আতঙ্ক ছড়িয়েছে চিকিৎসক নার্সদের মধ্যেও। এই ধোঁয়ার কারণে রোগী থেকে শুরু করে চিকিৎসক প্রত্যেকের শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হয়।

হাসপাতালের পাশেই জমে রয়েছে আবর্জনার স্তুপ। সেখানেই কোনভাবে আগুন লেগে যায়। তারপরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড। ধোঁয়ার বীভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে। এই ঘটনায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার। তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িক ভাবে অসুস্থ বোধ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন। সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। খবর দেওয়া হয় দমকলকে। তাদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

তারপর কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে পরিস্থিতি। যদিও ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, হাসপাতালে জৈব বজ্র ব্যবস্থাপনা রয়েছে। সেখান থেকে আবর্জনা বের করার সময় বা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেই জায়গায় কেউ ধূমপান করে ফেলার ফলে বা অন্য কোনো কারণে আগুন লেগে গিয়েছিল। হাসপাতালের আবর্জনা স্তূপের পাশেই রয়েছে রাস্তা। সেখানেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবহৃত ইনজেকশন এর সিরিজ। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন? যদিও সকল রোগী নিরাপদে রয়েছেন বলেই জানা গেছে।

Related Articles