রাজ্যে আসছে অর্থ মন্ত্রকের প্রতিনিধি, ষোড়শ অর্থ কমিশন নিয়ে আলোচনা
Finance Ministry representative coming to the state - Discussion on the 16th Finance Commission

Truth Of Bengal: জয় চক্রবর্তী: পঞ্চদশ অর্থ কমিশনের পরে নয়া ষোড়স অর্থ কমিশন গঠন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তার আগে বিভিন্ন রাজ্যের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিনিধিরা। সেইমতো ডিসেম্বরের প্রথম দিকেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিনিধিরা আসছেন নবান্নতে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করবেন। নয়া অর্থ কমিশনের বিষয় নিয়েই মূলত আলোচনা।
তবে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা কতটা খরচ করা গিয়েছে সেই বিষয়েও হাল হকিকত জানবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকে প্রতিনিধিরা। নতুন অর্থ কমিশনের ব্যাপারে রাজ্য সরকারের মতামত জানতে চাইবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবনের এই বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, অর্থ সচিব প্রভাত মিশ্র সহ বেশ কিছু আধিকারিকরা হাজির থাকবেন। নয়া কমিশনের কোন খাতে বরাদ্দ বাড়ানো অথবা কমানোর বিষয় নিয়ে রাজ্য সরকারের নিজস্ব মতামত রয়েছে। নবান্নের বৈঠকে সেই মতামত রাজ্য সরকারের পক্ষ থেকে পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।