অবশেষে ১৭ দিনের অপেক্ষার অবসান, মঙ্গলে মুক্তি পেলেন বাংলার শ্রমিকেরা
Finally, the 17-day wait ended, the workers of Bengal were released on Tuesday

The Truth Of Bengal : অবশেষে ১৭ দিনের অপেক্ষার অবসান। মঙ্গলের সন্ধ্যায় উত্তরকাশীর সিল্কিয়ারায় সুড়ঙ্গ থেকে মুক্তি পেলেন তুফানগঞ্জ-১ ব্লকের বলরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের চেকাডরা গেরগেন্দারপাড় এলাকার মানিক তালুকদার সহ মোট ৪১ জন শ্রমিক। দিনভর প্রবল উদ্বেগ উৎকণ্ঠার পর প্রিয়জনের উদ্ধারের খবর পেয়ে চেকাডরার তালুকদার বাড়িতে উৎসব শুরু হয়। সুড়ঙ্গ থেকে বেরিয়েই সেখানে অবস্থানরত ভাইপো বিনয় তালুকদারের ফোন মারফত মানিক বাড়িতে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন।
তিনি বলেন, ‘ভালো আছি।’ স্বামীকে দেখে, তাঁর ভালো থাকার খবর শুনে মানিকের স্ত্রী সোমার তখন আবেগের বাঁধ ভেঙেছে। এই আনন্দের মুহূর্তে তিনি শঙ্খ ধ্বনি দিতে থাকেন। ঘরে টিভির সামনে উপস্থিত অন্যান্য আত্মীয়, প্রতিবেশীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউবা উলুধ্বনি দিচ্ছেন। এর মধ্যেই ওই মানিক তালুকদারের প্রতিবেশীরা পটকা ফাটিয়ে উল্লাসে মাতেন। শুরু হয় মিষ্টিমুখ।
তখন গোটা এলাকাজুড়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। এর মধ্যেই উত্তরকাশীতে অবস্থানরত মানিকের ভাইপো বিনয় তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সুস্থ অবস্থায় উদ্ধারের পরও প্রশাসনের ব্যবস্থাপনায় তাঁরা মানিককে নিয়ে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
FREE ACCESS