রাজ্যের খবর

মহিলা স্বাস্থ্য কর্মীকে ছুরির আঘাত দুই দুষ্কৃতীর, তদন্তে পুলিশ

Female health worker stabbed by two assailants, police investigating

Truth Of Bengal: মহিলা স্বাস্থ্য কর্মীকে ছুরির আঘাত দুই দুষ্কৃতীর। ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমান জেলার মানকর স্বাস্থ্য রুরাল কোয়ার্টারে। এই ঘটনার পর তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। আহতের নাম দীপ্তি কোনার চৌধুরী।

ওই মহিলার স্বামী উত্তম চৌধুরী জানান, শুক্রবার বিকেলে দুই দুষ্কৃতী কোয়ার্টারে ঢুকে গলায় ছুরি দিয়ে আঘাত করে। কার্যত কি উদ্দেশ্যে এসেছিল তা কিছু বোঝা যাচ্ছে না। তবে মানকর রুরাল স্বাস্থ্য কেন্দ্রের এলাকা জুড়ে মদ ও জুয়ার আসর বসে। এর আগে বেশ কয়েকবার পুলিশ হানাও দেয়, সে হয়তো ভেবেছে আমরা পুলিশকে জানিয়েছি। সেই কারণে শুক্রবার এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।

অন্যদিকে, উত্তম চৌধুরী আরও বলেন স্ত্রী স্বাস্থ্য বিভাগে কর্মরত হলেও কোয়ার্টারে কোনো নিরাপত্তা এবং সিসি টিভির ব্যবস্থা নেই। সার্বিকভাবে এই মুহূর্তে চৌধুরী পরিবার আতঙ্ক বোধ করছেন। এই মুহূর্তে এই ঘটনায় মানকর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ও তদন্তে নেমেছে মানকর থানার পুলিশ।

Related Articles