অযোগ্যদের জন্য চাকরি যাওয়ার আশঙ্কা! ‘মাথা মুড়িয়ে’ অভিনব প্রতিবাদ যোগ্য শিক্ষকদের
Fear of going to work for the unqualified! 'Wrap the head' fancy protest worthy teachers

Truth Of Bengal: আদালতের নির্দেশে শিক্ষকদের চাকরি নিয়ে তৈরি হওয়া টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করেছে ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের অভিনব বিক্ষোভ। শুক্রবার সকালে ধর্মতলার ওয়াই চ্যানেলে মাথা মুড়িয়ে প্রতিবাদ জানালেন ২০১৬ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। পরে তাঁরা সল্টলেকের বিকাশ ভবন অভিযানে অংশ নেন।
অযোগ্যদের জন্য চাকরি যাওয়ার আশঙ্কা! ‘মাথা মুড়িয়ে’ অভিনব প্রতিবাদ যোগ্য শিক্ষকদের pic.twitter.com/5f496cA79w
— TOB DIGITAL (@DigitalTob) January 3, 2025
আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের চাকরি অনিশ্চয়তার মুখে। তাঁদের দাবি, স্কুল সার্ভিস কমিশন অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের পৃথক তালিকা তৈরি করুক। আন্দোলনকারীরা স্পষ্টভাবে বলেন, “মাত্র ৮ শতাংশ অযোগ্য প্রার্থীর জন্য যোগ্য প্রার্থীদের চাকরি হারানো মেনে নেওয়া যাবে না।”
শিক্ষকরা পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দক্ষ আইনজীবী নিয়োগ করে তাঁদের ন্যায্য অধিকার সুরক্ষিত করা হয়। দুর্নীতিমুক্ত শিক্ষকদের প্যানেল রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্টে সমস্ত প্রমাণ পেশ করে কমিশনকে সহযোগিতা করারও দাবি তুলেছেন তাঁরা।
বিক্ষোভ ঠেকাতে সল্টলেক এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিকাশ ভবনের পথে যাওয়ার আগেই আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। রাস্তার বিভিন্ন অংশে ব্যারিকেড তৈরি করে পুলিশের কড়া নজরদারি দেখা যায়।
সংশ্লিষ্ট মহলের মতে, ২৬ হাজার প্রার্থীর মধ্যে বেশির ভাগই যোগ্য। তবে তাঁদের দাবি, “অযোগ্যদের চাকরি বাতিলের পাশাপাশি যোগ্যদের চাকরিও হারানোর আশঙ্কা দেখা দিয়েছে।”