অন্তঃসত্ত্বা মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত্যু বাবার
Father dies in accident while taking pregnant daughter to hospital

Truth Of Bengal: অন্তঃসত্ত্বা মেয়ে হঠাৎই অসুস্থ বোধ করায় তাকে নিয়ে বাইকে করে হাসপাতালে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো বাবার। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ত্রিকোণ পার্ক এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম দেলবার তরফদার। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।
মৃতের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎই দেলবারের চার মাসের অন্তঃসত্ত্বা মেয়ে অসুস্থ বোধ করে। তাকে নিয়ে দেলবার ও তার স্ত্রী বাইকে করে বনগাঁ মহকুমা হাসপাতালে উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন। মেয়ের জল তৃষ্ণা পাওয়ায় বনগাঁর ত্রিকোন পার্ক এলাকায় বাইক থামিয়ে দাঁড়ায় তারা।
অভিযোগ, তখনই উল্টো দিক থেকে দ্রুত গতিতে একটি বাইক এসে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তারা। স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেলবারকে মৃত বলে ঘোষণা করে। দেলবার এর স্ত্রী এবং মেয়ে বর্তমানে আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।