ভাগ্য লেখা বিধাতার হাতে, মাত্র ৩০ টাকার লটারিতে কোটিপতি চা-বিক্রেতার
The luck of the tea seller returned in the lottery of only 30 rupees

The Truth Of Bengal : আজ যে রাজা্ কাল সে ফকির। কথাটা শুনেছেন নিশ্ছই? এই যে কথাটার প্রচলন আছে সেটা হয়তো অন্য অর্থ বহন করে। কিন্তু আজকে আপনাদের এর ঠিক উল্টো একটা গল্প বলব। কখন যে কার ভাগ্য ফিরে যায় সেটা কেউ বলতে পারে না। কারন ভাগ্য লেখা থাকে বিধাতার হাতে। সোমবার সকালে ৩০ টাকার লটারি কেটে কোটিপতি হলেন দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুলুপাড়ার বাসিন্দা অরুণ গড়াই।
পেশায় তিনি একজন চা বিক্রেতা। দুবরাজপুর আদালতের সামনে একটি ছোট্ট চায়ের দোকান রয়েছে তার। রোজগার বলতে প্রতিদিন ৩০০-৪০০ টাকা করে হয়। প্রতিদিন ১২০-১৫০ টাকার টিকিট কাটেন বলে অরুন গড়াই জানান। তিনি আরও জানান, সোমবার সকালে তিনি ৩০ টাকার টিকিট ক্রয় করেন। দুপুরে তিনি খবর পান যে কাটা লটারিতে ১ কোটি টাকা পড়েছে।
খুব স্বাভাবিকভাবেই তিনি ১ কোটি টাকা পেয়ে খুবই খুশি। তিনি বলেন, তিনি কাউন্সিলর ভাস্কর রুজকে থানায় দ্বারস্থ হয়েছিলেন। পাশাপাশি কাউন্সিলর ভাস্কর রুজ জানান, অরুন গড়াই আমার ওয়ার্ডেরই বাসিন্দা। তিনি আমাকে লটারি সংবাদ দেন। তাই আমি তাঁকে নিয়ে দুবরাজপুর থানায় এসেছি।
FREE ACCESS