মাদারিহাট এশিয়ান হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২
Fatal accident on Madarihat Asian Highway, 2 dead

Truth Of Bengal: আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের অন্তর্গত এশিয়ান হাইওয়েতে শুক্রবার গভীর রাতে ঘটে গিয়েছে এক হৃদয়বিদারক পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িমুখী একটি পাথর বোঝাই দ্রুতগতির ট্রাক ও হাসিমারামুখী একটি লোহার রড বোঝাই লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, দু’টি গাড়িই উচ্চগতিতে চলছিল এবং রাস্তা ভিজে থাকার কারণে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে লরির চালক ও সহচালক দু’জনেই ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এছাড়াও, দুর্ঘটনার ফলে রাস্তায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দু’টি গাড়িকেই আটক করা হয়েছে এবং প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে অতিরিক্ত গতি ও খারাপ আবহাওয়াই এই মর্মান্তিক দুর্ঘটনার পেছনে মূল কারণ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।