রাজ্যের খবর

চাষের কাজে গিয়েই বিপত্তি! আচমকা বজ্রপাতে মৃত্যু কৃষকের

Farming is a hazard! Farmer dies due to sudden lightning

The Truth Of Bengal : বাঁকুড়া : কৈলাস বিশ্বাস : নিজের জমিতে চাষের কাজ করার সময় আচমকা বজ্রপাতে মৃত্যু এক কৃষকের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের সিওর গ্রাম সংলগ্ন এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

জানা যায়, বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের সিওর গ্রাম পঞ্চায়েতের চরগেরিয়া গ্রামের বাসিন্দা পেশায় কৃষক সনাতন সরেন বয়স আনুমানিক ৪৫ বছর। অন্যান্য দিনের মতো বুধবারও নিজের জমিতে চাষের কাজ করতে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর হঠাৎ করেই বিকেল বেলায় তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। হঠাৎ করেই বিকট আওয়াজে মাটিতে লুটিয়ে পড়েন সনাতন সরেন। তড়িঘড়ি পরিবারের লোকজন এবং মাঠে চাষ করা অন্যান্য কৃষকরা তাকে নিয়ে আসে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই পুলিশ ঐ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয়। আজ মৃতদেহ পাঠানো হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য।

Related Articles