রাজ্যের খবর

বিলম্বিত বর্ষায় স্বস্তিতে কৃষকরা! শুরু হয়েছে বীজ রোপনের কাজ

Farmers

The Truth of Bengal: চলতি বছরে বর্ষা যেভাবে খামখেয়ালিপনা দেখিয়েছিল, তাতে চিন্তায় ছিলেন খরিফ শস্য উৎপাদনকারী চাষীরা। উত্তরবঙ্গ প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে, কৃষিক্ষেত্রেও ব্যাপক ক্ষতির মুখ দেখা গিয়েছিল। অন্যদিকে দক্ষিণবঙ্গে সময়ে বর্ষা না আসায় চিন্তায় পড়েছিলেন কৃষক। গত কয়েকদিনে যে বিচ্ছিন্ন বৃষ্টি হয়েছিল, তাতে ভূমি রসসিক্ত হয়নি। ফলে অনেকেই ভেবেছিলেন, এবারে খরিফ শস্য চাষের ক্ষেত্রে সেচের জলের উপরেই নির্ভর করতে হবে। আর তা হলে, চাষাবাদের সময় আরও পিছিয়ে যেত।

কিন্তু বুধবারের বর্ষণ কৃষকদের কাছে হয়ে উঠল স্বস্তির বৃষ্টি। কিছু কৃষক মরসুমের শুরুতেই মাঠে বীজ ফেলেছিলেন। আশা ছিল আরও আগেই হয়তো বৃষ্টি আসবে। কিন্তু আসেনি, এই বৃষ্টি যদি আরও পিছিয়ে যেত, তাহলে কিছু ক্ষতির মুখ দেখতে হত। তাই বিলম্বিত হলেও, এই বৃষ্টি কৃষকদের কাছে বর হয়ে দেখা দিয়েছে। বর্ষায় খরিফ শস্যের মধ্যে ধান, পাট, ভুট্টা, আখ, জোয়ার, বাজরা চাষ হয়ে থাকে।

তার জন্য প্রয়োজন পড়ে বিপুল পরিমাণ জলের। যার জন্য একমাত্র প্রকৃতিই ভরসা। আর সেচের জলের উপর ভরসা করতে হলে, চাষের পরিমাণ অনেকটাই কমে যায়। তাই চলতি মরসুমের ভারী বৃষ্টি উত্তবঙ্গের ক্ষেত্রে অভিশাপ হয়ে দেখা দিলেও, দক্ষিণবঙ্গের একাংশ কৃষকদের কাছে স্বস্তির।

 

Related Articles