নতুন মহকুমা ঘোষণায় উচ্ছ্বসিত ফরাক্কা-সুতি, বিরোধীদের কটাক্ষ
Farakka-Suti excited over new subdivision announcement, opposition scoffs

Truth Of Bengal: মুর্শিদাবাদ জেলার ফরাক্কা, ধুলিয়ান ও সুতি নিয়ে একটি নতুন মহকুমা গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে জেলায় পাঁচটি মহকুমা থাকলেও এবার ছয় নম্বর হিসেবে যুক্ত হবে নতুন এই প্রশাসনিক অঞ্চল। সুতিতে এক প্রশাসনিক সভা থেকে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, মালদহ (দক্ষিণ) লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফরাক্কা, ধুলিয়ান ও সুতি এলাকাগুলির প্রশাসনিক পরিকাঠামো মজবুত করতেই নতুন মহকুমা গড়া হচ্ছে। মহকুমা কার্যালয় সামশেরগঞ্জে গড়ে তোলার প্রস্তাবও উঠে এসেছে, কারণ এটি তিনটি এলাকারই মাঝামাঝি অবস্থানে রয়েছে এবং যাতায়াতের সুবিধাও রয়েছে।
তৃণমূলের স্থানীয় বিধায়কেরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, নতুন মহকুমা হলে সাধারণ মানুষের সময় ও অর্থ বাঁচবে, প্রশাসনের সেবা আরও কাছাকাছি মিলবে। তবে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, “মানুষ নিরাপত্তা আর নদীভাঙন রোধের দাবি করেছিল, আর মুখ্যমন্ত্রী দিয়েছেন প্রশাসনিক বিভাজনের ললিপপ।”
তবুও সরকারি জমি, যাতায়াত ব্যবস্থা ও লোকালয়ের গুরুত্ব বিবেচনায়, নতুন মহকুমা কেন্দ্র সামশেরগঞ্জেই হওয়াটা অধিক যুক্তিযুক্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রীর আশ্বাস, আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই মহকুমা কার্যালয় তৈরির কাজ শুরু হবে।