রাজ্যের খবর

অভিনব কায়দায় সদ্যজাত কন্যাকে স্বাগত পরিবারের

Family welcomes newborn daughter in unique way

Truth Of Bengal: লিঙ্গ বৈসাম্যের যুগে আবারও এক সাম্যের বার্তা দিল কাটোয়ার এক পরিবার। কন্যা সন্তান জন্মাতেই খুসির হাওয়া বইছে পরিবারে। পরিবারে কন্যা সন্তান জন্মাতেই তাকে ফুলের গাড়িতে করে বাড়ি নিয়ে আসল মা-বাবা।

বর্তমান যুগে কন্যা সন্তান হলে মনে মনে খুন্ন হন এমন পরিবারের সংখ্যা নেহাত কম নয়। কোনও কোনও পরিবার তো আবার প্রকাশ্যেই সমালোচনা করে। কন্যা ভ্রুন হত্যা বা কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে মায়ের উপর অত্যাচার এই সব তো আকছারই শোনা যায়। সেখানে আবারও এক নজির গড়লেন বর্ধমানের কাটোয়ার এক পরিবার। অভিনব কায়দায় বাড়িতে স্বাগত জানালেন সদ্যজাত কন্যা সন্তানকে।

না বর আসছে না! গাড়ি ফুল দিয়ে সাজিয়ে সদ্যোজাত কন্যাকে নিয়ে আসলো পরিবার। কাটোয়া মহকুমার কেতুগ্রাম এক নম্বর ব্লকের চিনিশপুরে এক কন্যা সন্তানের বাবা সদ্যজাত কন্যাকে এভাবেই বাড়িতে নিয়ে এলেন। বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়। মেয়ে হওয়ার আনন্দে গ্রাম থেকে গাড়িতে আত্মীয়–স্বজনদের নিয়ে এসে এবং একটি গাড়ি বিশেষভাবে সাজিয়ে  কন্যাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান তিনি।

পরিবারের এক ব্যক্তি জানান, “একবিংশ শতকে দাঁড়িয়ে আজও আমরা জর্জরিত কুসংস্কারে ৷ তাই আজও কন্যা সন্তান হলে সমাজ তাকে ভালো চোখে দেখে না ৷ মেয়ে মানেই বাড়ির বোঝা ৷ সেই নিম্ন মানসিকতা থেকেই আজও সমাজে কন্যাভ্রুণ হত্যার মতো ঘটনা ঘটে।”

শহরে থেকে গ্রামে মেয়েদের অত্যাচার ও নির্যাতনের খবরের মাঝেই মন ভালো করা দৃশ্য ধরা পড়ল এই পশ্চিমবঙ্গেই ৷ কাটোয়া মহাকুমার কেতুগ্রামে মেয়ে হওয়ায় আনন্দে আত্মহারা বাবা-সহ গোটা পরিবার ৷

Related Articles