রাজ্যের খবর

বাংলাদেশ নিয়ে ফেক ভিডিও চলছে, আগুন লাগাবার চেষ্টা করছে… সতর্ক মমতার

Fake videos are being made about Bangladesh, they are trying to set it on fire... What else did Mamata say?

Truth Of Bengal: বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। বিদেশ সচিব পর্যায়ের বৈঠক ভারত ও বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে। যেভাবে বাংলাদেশের নাগরিকদের একাংশ নানা ধরনের মন্তব্য করতে শুরু করেছে তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। নানাভাবে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার এই নিয়ে বিধানসভায় নিজের মতামত ব্যক্ত করেন। বাংলাদেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই সুযোগে ফেক ভিডিয়ো বাজারে আনা হচ্ছে। যে ভিডিও আগুন জ্বালানোর পক্ষে যথেষ্ট। বিশেষ মিডিয়াকেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তারা আগুন জ্বালানোর চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর। মুখ্যমন্ত্রী বলেন ‘এটা উত্তরপ্রদেশ নয় যে ব্যান করে দেব।’

বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার একটা আবেদন আছে। বাংলাদেশে আজ মাইনরিটিদের ওপরে যে অত্যাচার চলছে আর কেউ ভালো চোখে দেখছে না। দাঙ্গা কখনো হিন্দু-মুসলিম করে না। আমরা যেন এমন কোন মন্তব্য না করি, বাংলায় এর জন্য কোন সমস্যা না হয়।”

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, বাংলাদেশের মাইনোরিটি নিয়ে মুসলিম সংগঠন প্রতিবাদ করেছে। সংগঠন চাইছে মিছিল করতে। অনেকে সুযোগ নেবে। হয়তো দাঙ্গা বাঁধানোর চেষ্টা হতে পারে। কয়েকটি মিডিয়া এমন কিছু কথা বলছে যা পরিস্থিতিকে জটিল করছে। এটা উত্তরপ্রদেশ নয় যে ব্যান করে দেব। আবেদন করতে পারি। ” মুখ্যমন্ত্রী বলেন, “ফেক ভিডিয়ো চলছে, আগুন লাগাবার চেষ্টা করছে। উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। সবাই সবার পক্ষে।”

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, বাংলাদেশের ব্যাপারে ভারত সরকার সিদ্ধান্ত নেবে। অতিরিক্ত কথা বলা মানে যাতে পরিস্থিতি নষ্ট মনে করি। ওপার বাংলা থেকে অনেকেই এইখানে আসতে চাইছে। ‌ কিন্তু এটা সম্পূর্ণ বর্ডারের ব্যাপার। এটা নিয়ে আমি কোন মন্তব্য করব না। আমি সবাইকে বলব, অতিরিক্ত কোন ধরনের কথা বলবেন না যাতে প্ররোচনা তৈরি হয়।

Related Articles