রাজ্যের খবর

উচ্চ মাধ্যমিকে ফেল! চিন্তা নেই, পুনরায় দিতে পারবেন পরীক্ষা, চালু নতুন নিয়ম

Fail in high school! Don't worry, you can retake the exam, new rules are in place

The Truth Of Bengal : বীরভূম : পার্থ দাস : এবার থেকে দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ না হওয়া ছাত্রছাত্রীদের বড় সুযোগ। পুনরায় দিতে পাবেন দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। এমনই নির্দেশিকা জারি করলেন শিক্ষা দপ্তর হাই সেকেন্ডারি। এদিন বীরভূমের তিনটি সাব ডিভিশন নিয়ে দুটি জায়গায় করা হয়েছে সেমিনার। যেখানে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রামপুরহাট, বোলপুর, সিউড়ি সমস্ত হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণির বিভিন্নভাবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে এডমিট পাওয়া সহ পরীক্ষা বিষয়ক বিভিন্ন আলোচনা করা হয়।

চিরনজীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তিনি স্পষ্টতা জানান, “যারা ২০১৬ সাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা না দিয়েই বসে আছেন বা দ্বাদশ শ্রেণির পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারেননি তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে পুনরায় নতুন করে পরীক্ষায় বসতে পারবেন তবে একাদশ শ্রেণির সমস্ত বিষয়টি স্কুল কর্তৃপক্ষ দেখবেন। দ্বাদশ শ্রেণীতে যখনই উত্তীর্ণ হবে তখন গোটা পরীক্ষা থেকে শুরু করে সমস্তটাই উচ্চমাধ্যমিক দপ্তর দেখবে। প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষা নেওয়া থেকে সমস্তটাই নজরের মধ্যে রাখবেন হাই সেকেন্ডারি দপ্তর।

২০১৬ থেকে যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেননি তারাও এই পরীক্ষা দিতে পারবেন নতুন আইন চালু তে নতুন করে তাদের রি রেজিস্ট্রেশন করতে পারবেন মূলত একজন ছাত্র প্রায় সাতবার পরীক্ষা দিতে পারবেন প্রথম ইলেভেন থেকে শুরু করে টুয়েলভে যারা উত্তীর্ণ হতে পারবেন না তাদের কে রি রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়াও শিক্ষক-শিক্ষিকাদের কিভাবে এরই রেজিস্ট্রেশন করবেন কোন ওয়েবসাইটে যেতে হবে কি আপলোড করতে হবে সমস্তটাই বিস্তারিতভাবে বোঝাতে এদিন উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরনজীব ভট্টাচার্য।

Related Articles