রাজ্যের খবর

সামাজিক প্রকল্পে অর্থ প্রদানে বাড়তি সতর্কতা, ১৬ দফা গাইডলাইন অর্থ দফতরের

Extra caution in disbursing funds to social projects, 16-point guidelines from the Finance Department

Truth Of Bengal: জয় চক্রবর্তী: রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্প রয়েছে। যে প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তরা রাজ্য সরকারের প্রদেয় অর্থ সরাসরি ব্যাংক একাউন্টে পান। ব্যাংক একাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিলেও রাজ্য সরকার। ১৬ দফা গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। উপভোক্তা ব্যাংক একাউন্ট যাচাই করবেন গ্রুপ এ পদমর্যাদার কোন অফিসার।

উপভোক্তার নিকৃষ্ট মোবাইলেই যাবে এসএমএস। তবেই উপভোক্তার ব্যাংক একাউন্টে টাকা পৌঁছবে। শিক্ষার্থীদের জন্য ট্যাবের টাকা দেয় রাজ্য সরকার। কিন্তু সেই টাকা গায়েব হওয়া নিয়ে তদন্ত শুরু হয়েছিল। উঠে আসে জামতারা গ্রুপের কথা। বিষয়টিকে মাথায় রেখেই এবার বাড়তি সতর্কতা। সেই কারণেই অর্থ দপ্তর কর্তৃক হল ১৬ দফা গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সামাজিক প্রকল্পের ক্ষেত্রে এই গাইডলাইন মেনেই উপভোক্তার একাউন্টে টাকা দিতে হবে। নির্দেশ রাজ্যের অর্থ দফতরের।