রাজ্যের খবর

গরমের জন্য বাড়ল ছুটির মেয়াদ, জানুন কত তারিখ অবধি ছুটি স্কুল

Extended vacation period for summer, know till date of vacation school

The Truth Of Bengal :  সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই ভোটের জন্য এবং গরমের জন্য বাড়ল স্কুলের গরমের ছুটি। জানা যায়, আগামী ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুল।

১৯ এপ্রিল থেকে রাজ্যে লোকসভা ভোটের প্রথম দফা। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি সূত্রে খবর,  প্রথম দফার জন্য ১৬ থেকে ২০ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব স্কুল থাকবে বন্ধ। দ্বিতীয় দফার জন্য ২৪ থেকে ২৭ এপ্রিল দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে স্কুল বন্ধ।


ভোটের জন্য এবার গরমের ছুটি ১২ দিন বাড়ল। ২০ মে পর্যন্ত ছুটি থাকার কথা ছিল। ফলে এবার ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি থাকবে।

Related Articles