চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ১
Explosion at firecracker factory in Champahati, three injured

Truth Of Bengal: চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ, এই ঘটনায় আহত তিন, নিহত অন্তত ১। চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় বিস্ফোরণ। আশঙ্কাজনক অবস্থায় বাঙুর হাসপাতালে ভর্তি আহতরা। গুরুতর আহত পিন্টু মন্ডল, ভক্তি সরদার, শুভঙ্করী সরদার।
বাড়িতে মজুত রাখা বাজি থেকেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে চুরমার হয়ে গেল বাড়ি।শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাঁড়াল গ্রামের সরদার পাড়ায়। স্থানীয় বাজি ব্যবসায়ী পিন্টু মন্ডলের বাড়িতে এদিন বিস্ফোরণ ঘটে। সেই সঙ্গে সঙ্গে ঘটে অগ্নিকান্ড। বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে যায়। সেই সঙ্গে পুড়ে ছারখার হয়ে যায় বাড়ি।
বাড়ির মধ্যে থাকা গৃহকর্তা পিন্টু মণ্ডল, সহ শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে কলকাতার হাসপাতলে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এদিকে গ্রামবাসীরা বিস্ফোরণের শব্দে ছুটে আসে ঘটনাস্থলে। তারাই সাথে সাথে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে ঘটনাস্থলে চলে আসে বারুইপুর থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগে যায় বাজিতে।