ইভটিজিংয়ের শিকার পরীক্ষার্থীরা, আটক ১
Exam candidates subjected to eve-teasing, 1 arrested

Truth Of Bengal: পরীক্ষা দিয়ে ফেরার পথে ইভটিজিংয়ের শিকার হলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী। ঘটনায় একজনকে আটক করল পুলিশ। ৫ মার্চ ( বুধবার) ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকায় ঘটেছে এমন ঘটনা। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সেইসঙ্গে চলছে ধৃতকে জিজ্ঞাসাবাদ।
অভিযোগ করা হয়েছে, পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীর চার ছাত্রী বাড়ি ফিরছিলেন। সেই সময় ঠাকুরপাট বাজারের এক ব্যবসায়ী ছাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। এরপর পুরো ঘটনার কথা বাড়ির অভিভাবকদের জানায় ছাত্রীরা। এরপর ঘটনাস্থলে আসে তাদের অভিভাবকেরা। ব্যবসায়ীকে আটক করে রেখে ধূপগুড়ি থানায় খবর দেওয়া হয়। ধূপগুড়ি থানার পুলিশ পৌছে অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, এর আগেও একাধিক বার ওই ব্যক্তি ছাত্রীদের সাথে অশ্লীল অঙ্গভঙ্গীর করতো। বিষয়টি নিয়ে ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে সর্তক করা হয়েছিল। কিন্ত এরপরও ওই যুবক একই ঘটনা ঘটিয়ে চলে । সেইজন্য ছাত্রীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানায়। এই প্রসঙ্গে নির্যাতিতা এক ছাত্রী জানিয়েছেন,’প্রতিনিয়ত ওই দোকানদার আমাদের সাথে এমন খারাপ অঙ্গভঙ্গি করেন। তাই এদিনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়। পুলিশ এসে অভিযুক্তকে আটক করেছে। আমরা পুলিশ কাছে মৌখিকভাবে অভিযোগ দায়ের করেছি। এরপর লিখিত অভিযোগ দায়ের করবো’।