আসানসোল সংশোধনাগারে আবেগঘন মুহূর্ত! ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে-তে বন্দিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ
Emotional moment at Asansol Correctional Facility! Meeting with prisoners' families on International Family Day

Truth Of Bengal: ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে-কে কেন্দ্র করে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করল আসানসোল বিশেষ সংশোধনাগার ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সাথে দেখা করার সুযোগ পেয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না বন্দিরা ও তাঁদের স্বজনেরা।
বিভিন্ন মেয়াদে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত পাঁচজন বন্দিকে শুক্রবার পরিবারের নিকট আত্মীয়দের সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হয়। কেউ প্রায় চার বছর ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, কেউ ছয় মাস বা চার মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় কাটাচ্ছিলেন সংশোধনাগারের ভেতরে।
জেলা প্রশাসন, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, সংশোধনাগার কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে এই উদ্যোগ বাস্তবায়িত হয়। উপস্থিত ছিলেন আসানসোলের এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য, ডিসি সেন্ট্রাল, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব আম্রপালি চক্রবর্তী, এবং সংশোধনাগারের সুপার চায়েন্দ্রি হাইট।
এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়, যখন এক শিশুকন্যা চার বছর পর তার মায়ের সঙ্গে দেখা করে। কেউ বাবার সঙ্গে, কেউ সন্তানদের সঙ্গে চোখে জল মুছে আলিঙ্গনে জড়িয়ে পড়েন। নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়েই পরিবারের সদস্যদের সংশোধনাগারের ভেতরে প্রবেশ করানো হয়।
এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, “আমরা দেখলাম কিভাবে একজন ছোট্ট মেয়ে তার মায়ের সঙ্গে চার বছর পরে দেখা করছে। এই উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রমী ও মানবিক।” জেল সুপার চায়েন্দ্রি হাইট বলেন, “এই অনুভূতির প্রকাশ ভাষায় বোঝানো যায় না।”
সংশোধনাগারের সামনে পরিবার-পরিজনদের ভিড়, কান্না-হাসির মিশেলে আবেগে ভরে ওঠে পরিবেশ। সব মিলিয়ে ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে-তে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল এই উদ্যোগ।