রাজ্যের খবর

রাতে নামলেই হাতির তাণ্ডব, নষ্ট হচ্ছে ফসল, চিন্তায় চাষিরা

Elephants wreak havoc at night, crops are being destroyed, farmers worried

Truth Of Bengal:  সংখ্যাটা প্রায় ৪০ ছাড়িয়ে যাবে। রাত্রি নামলেই এলাকার মধ্যে ঢুকে পড়ে একের পর এক হাতি। আর তাতেই কার্যত দিশেহারা হয়ে পড়েছেন ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের টিয়াকাটি, ধানঘোরী এলাকার বাসিন্দারা।  জানা গিয়েছে, ১১ মার্চ রাতে এক ঘণ্টার ব্যবধানে পর পর তিনটি হাতি ঢুকে পড়ে। আর তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

বলা বাহুল্য হাতির তান্ডবে লন্ডভন্ড বিস্তীর্ণ এলাকার ধান চাষের জমি, ক্ষতিগ্রস্ত ধান চাষীরা। এই ঘটনা নিয়ে বনদফতরের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে চাষীদের একাংশ। মঙ্গলবার রাতে রাত্রে টিয়াকাটি জঙ্গল লাগোয়া এলাকা থেকে একের পর এক হাতির দল এগিয়ে আসতে থাকে লোকালয়ে।  প্রথমে টিয়াকাটি সহ জামবেদিয়া, ধানঘোরী এলাকায় প্রবেশ করে তছনছ করে ফেলে ধান চাষের জমি।

ইতিমধ্যেই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বনদফতরের কর্মীরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষের জমি গুলো পরিদর্শন করেন এবং চাষিদের সাথে কথা সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত। এই প্রসঙ্গে কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত জানিয়েছেন,’ এলাকায় হাতির দল মঙ্গলবার রাতে প্রবেশ করেছিল, যা যা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছি।‘

 

Related Articles