রাজ্যের খবর

সাত সকালে রিসর্টের চত্বরে গজানন! হাতি দেখতে ভিড় পর্যটকদের

Elephants have been seen in Dooars

The Truth of Bengal: রিসর্ট থেকেই হাতি দেখতে পেলেন পর্যটকেরা। ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে হাতি দেখতে পেয়ে খুশি পর্যটকরা। জানা যায়, সোমবার রাতে গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি খাবারের সন্ধানে ঢুকে পড়ে দক্ষিণ ধুপঝোড়া কায়েত পাড়া সংলগ্ন এলাকায়।

রাতভর লোকালয়ে থাকার পর মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ হাতিটি এলাকার একটি বেসরকারি রিসর্টের পাশ থেকে গরুমারা জঙ্গলে চলে যায়। গতদুদিনের মতো কুয়াশা ছিল না বরং তখন সূর্য উঠেছে। আর সাত সকালে রিসর্টের পাশ থেকে হাতি যাওয়ার দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় দেখা যায়। অনেকেই হাতির যাওয়ার সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করেন।

হাতিটি রিসর্টের পাশে একটি ছোট চা বাগানের রাস্তা ধরে গরুমারা জঙ্গলে ঢুকে পড়ে। উল্লেখ্য গত কয়েকদিন ধরেই ঐ এলাকায় লাগাতার হাতির আগমন হচ্ছে। বর্তমানে জমিতে ধান নেই, তাই খাদ্যের লোভে লোকালয়ে হানা দিচ্ছে হাতি। তবে এদিন হাতিটি এলাকার কিছু ক্ষতি করেনি বলে জানা গেছে।

Free Access

Related Articles