রাজ্যের খবর

উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে দেখা মিলল হাতির দলের, চাঞ্চল্য এলাকাজুড়ে

Elephant herd spotted on Higher Secondary Exam Day, creating excitement across the area

Truth Of Bengal: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার মুখেই হাতির দলের দেখা মিলল আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায়। পরীক্ষা কেন্দ্রের ঠিক ৫০০ মিটারের মধ্যেই দেখা গিয়েছে হাতির একটি দলকে। সোমবার এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

এই ঘটনা জানাজানি হতেই বনকর্মীরা এসে এলাকা ঘিরে ফেলে। এরপর ওই ঘটনাস্থলে চলে আসে এসডিপিও ও পুলিশ কর্মীরা। জানা গিয়েছে ওই হাতির দলটি জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে হাসিমারা পেট্রোল পাম্পের পেছনে বিচ চা বাগানে দাঁড়িয়ে ছিল। পরবর্তীতে এশিয়ান হাইওয়ে পার করে বিচ চা বাগানের মেইন ডিভিশনে চলে যায়।

এই ঘটনা দেখে বনকর্মীরা পটকা ফাটিয়ে হাতিগুলিকে তোর্ষা নদীর দিকে নিয়ে যায়। সেইসময় ষোলোটি হাতির দল হাসিমারা এলাকায় দাপিয়ে বেরাচ্ছিল। এরপর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও বনদফতরের একাধিক আধিকারিক ও বনকর্মীরা পৌঁছায়। ওই হাতির দলটি এশিয়ান হাইওয়ে ৪৮ উপর উঠে পড়ে। তবে বনকর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর ওই  হাতির দলটিকে জঙ্গলের দিকে পাঠাতে সক্ষম হয়।

Related Articles