রাজ্যের খবর

২ জেলায় হাতির হানায় মৃত ২

Elephant Attack

The Truth of Bengal: ডুয়ার্সের জঙ্গল থেকে ফের লোকালয়ে ঢুকে পড়ল হাতি। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে খাবারের পর চা বাগানের দিকে বেরিয়েছিলেন স্থানীয় বাসিন্দা মনি ওরাঁও। সেই সময় তিনি হাতির সামনে পড়ে যান। তখনই তাকে শুঁড়ে তুলে আছাড় মারে হাতিটি। গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যান আলিপুরদুয়ার বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি নিয়মানুসারে মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার আমলাশুলি এলাকার মিরুবাদ গ্রামে হাতির হানায় এক মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রের খবর, জঙ্গলের ধারে ওই মহিলার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খাবারের সন্ধানে আসা হাতির সামনে পড়ে হাতির হামলায় মৃত্যু হয়েছে ওই মহিলার। এদিকে মঙ্গলবার রাতে ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জের ঠাকুর থান, কিসমত কাটাসহ কিছু গ্রামে তাণ্ডব চালায়। ভেঙে দিয়ে যায় কাঁচা মাটির বাড়ি সহ অঙ্গনওয়াড়ি সেন্টারে।

 

Related Articles