
The Truth of Bengal: গত লোকসভা উত্তরবঙ্গের চা বাগান এলাকায় ভাল ফল করেছিল বিজেপি। চা বাগান ও শ্রমিকদের উন্নয়নে অনেক প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ভোট কুড়িয়ে নিয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। রাজ্যের শাসকদল চা সুন্দরী সহ নানা প্রকল্প করে চা বাগান বাঁচিয়ে শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে। চা বলয়ে হারানো সংগঠন অনেকটাই ফিরে পেয়েছে তৃণমূল। এবার লোকসভা নির্বাচনের আগে ডুয়ার্সের চা শ্রমিকদের আস্থা জোগাতে ‘চা শ্রমিক একতা যাত্রা’ শুরু করল তৃণমূল চা শ্রমিক সংগঠন।
আলিপুরদুয়ার জেলার প্রান্তিক ব্লক কুমারগ্রামের সংকোশ চা বাগান থেকে ১১ দিনের পদযাত্রায় মালবাজারের এলেনবাড়ি চা বাগানে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ১৫০ টি চা বাগানের এলাকা পরিক্রমা করা হবে। এই যাত্রার মাধ্যমে চা শ্রমিকদের আরও কাছে পৌঁছতে চায় রাজ্যের শাসক দল। পদযাত্রায় অংশগ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক, তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল চা শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র ওরাও-সহ অন্যান্য জেলা তৃণমূল নেতা।
মূলত আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে শাসক দল। গত নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে প্রায় আড়াই লক্ষ ভোট জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জন বার্লা। চা বাগান ও শ্রমিকদের নিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে সাফল্য পেয়েছিল বিজেপি। যদিও জেতার পর সেই প্রতিশ্রুতি বিজেপি রক্ষা করেনি বলে দাবি রাজ্যের শাসক দলের। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র প্রায় ৭০ শতাংশ চা বলয় এলাকা। সেই চা বলয়ে হারোনো জমি ফিরে পেতে মাটি কামড়ে পড়ে আছে তৃণমূল। এবার একতা যাত্রার মাধ্যমে চা বলয়ের শ্রমিকদের কাছে যাচ্ছে রাজ্যের শাসক দল।