রাজ্যের খবর

রেশন ‘দুর্নীতি’ মামলায় সক্রিয় ইডি, সাতটি জায়গায় চলছে তল্লাশি

ED raids several places in Ration scam case

Truth Of Bengal : রেশন ‘দুর্নীতি’ মামলায় ফের সক্রিয় ইডি। শুক্রবার সকালে ইডি দফতর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক দল বেরিয়েছে। কলকাতা, হাওড়া-সহ মোট সাতটি জায়গায় চলছে তল্লাশি। ইতিমধ্যেই নদিয়ার কল্যাণী, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, পশ্চিম মেদিনীপুরের বেলদা এবং উত্তর ২৪ পরগনার বারাসত ও দেগঙ্গায় পৌঁছে গিয়েছে ইডির দল।

সুত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে চলছে ইডির তল্লাশি। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর সোনাখালিতে একটি চালের গুদামে তল্লাশি চালান কেন্দ্রীয় আধিকারিকেরা। রাধাকৃষ্ণ রায়ের চালের গুদামে ইডি।

নদিয়া জেলার অন্তরগত কল্যাণীতে খাদ্য পরিদর্শক কালমা হেমব্রমের বাড়িতে ইডির চার সদস্যের একটি একটি দল পৌঁছে গিয়েছে। সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে খবর। বাড়ির দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যাঙ্কের নথিও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, কল্যাণীতে বাকিবুর রহমানের চাল এবং আটা কলেও ইডি অভিযান চালিয়েছে। খাদ্য দফতরের আধিকারিক রুদ্রনীল পালিতের আবাসনে ইডি তল্লাশি চালিয়েছে।

শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় এক মহিলা আধিকারিক-সহ ইডির পাঁচ জন পৌঁছে গিয়েছেন। সেখানকার একটি সমবায় ব্যাঙ্কে তল্লাশি চালানো হয়েছে। হামাদামা বাজার এলাকায় আজিজনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে হানা দিয়েছেন ইডি আধিকারিকেরা। বারাসতেও তাদের একটি দল গিয়েছে। এ ছাড়া, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরেও ইডির দল গিয়েছে।