রাজ্যের খবর

রাজ্যের বেসরকারি মেডিক্যাল কলেজে ইডি হানা, এনআরআই কোটা দুর্নীতির তদন্তে দেশজুড়ে তল্লাশি

ED raids private medical colleges in the state, searches conducted across the country in NRI quota corruption probe

Truth Of Bengal: মঙ্গলবার সকালে রাজ্যের আটটি বেসরকারি মেডিক্যাল কলেজ এবং তাদের মালিকদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়ি এবং তাঁর পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থার মেডিক্যাল ও ডেন্টাল কলেজেও তল্লাশি চলছে।

তবে এই তল্লাশি কেবল পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নয়। সারা দেশে মোট ২৮টি বেসরকারি মেডিক্যাল কলেজে একই ধরনের অভিযান চলছে। অভিযোগ, এনআরআই কোটা ব্যবহারের মাধ্যমে টাকার বিনিময়ে ভুয়ো শংসাপত্র দিয়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে অযোগ্যদের ভর্তি করানো হয়েছে।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, হলদিয়া ছাড়াও বীরভূমের একটি এবং পশ্চিম বর্ধমানের তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজে অভিযান চালানো হচ্ছে। কলকাতার তারাতলা এলাকার একটি মেডিক্যাল কলেজের মালিকের আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চলছে। বীরভূমে অভিযুক্ত মেডিক্যাল কলেজের মালিক মলয় পীটের নাম ইতিমধ্যেই গরু পাচার এবং নিয়োগ দুর্নীতির মামলায় জড়িয়েছে। তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত।

সুপ্রিম কোর্ট আগে থেকেই এনআরআই কোটার অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল। তার পরেই সক্রিয় হয় ইডি। এই দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই দেশজুড়ে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। ইডির এই পদক্ষেপে রাজ্যের বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরবর্তী তদন্তে আরও নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।