
The Truth Of Bengal: আলিপুরে এক ব্যাবসায়ীর ফ্ল্যাটে ইডির অভিযান। পাশাপাশি শহরের আরো বেশ কয়েকটি এলাকায় সকাল সকাল শুরু হয়েছে অভিযান। তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, ২০২১ সালের একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের মামলায় এই তদন্তে নেমেছে ইডি।
এই সংস্থার বিরুদ্ধে আগেই সিবিআই তদন্ত শুরু করেছে। এবার ইডি আর্থিক তছরূপের বিষয়টি তদন্ত করছে। কয়েক হাজার কোটির তছরূপের অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে। নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তুলে ইনভেস্টমেন্ট করার অভিযোগ রয়েছে।
পঞ্জী-স্কিম মারফতও এই টাকা একাধিক রাজ্য থেকে তোলা হয়েছে। কলকাতা, পঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চন্ডিগড় ও দিল্লি থেকে টাকা তোলা হয় বলে অভিযোগ।সেই সূত্র ধরে এদিন ইডি কলকাতার একাধিক জায়গায় এই অভিযান শুরু করেছে। এদিন সকালে চার ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আলিপুর, যাদবপুর, লেকটাউন সহ মোট আট জায়গায় তল্লাশি শুরু করেছেন তদন্তকারী অফিসাররা। কয়েকশো কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে।