রাজ্যের খবর

শাহজাহান ঘনিষ্ঠ ৬ ব্যবসায়ীর বাড়িতে ইডি-র হানা

ED raided the houses of 6 businessmen close to Shahjahan

The Truth of Bengal: রেশন দুর্নীতির কিনারা করতে ৫ জানুয়ারি শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে হানা দেয় ইডি।শাহজাহানের কোনও সন্ধানই এখনও পাওয়া যায়নি। শাহজাহানকে নাগালে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এরমাঝে ২৯ ফেব্রুয়ারি আবার শেখ শাহজাহানকে ফের তলব ইডি-র। শুক্রবার সেই শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের  বাড়িতে  হানা দেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি-র কর্তারা।

  • শাহজাহান ঘনিষ্ঠ ৬ ব্যবসায়ীর বাড়িতে ইডি-র হানা
  • কলকাতা,হাওড়া,উঃ২৪পরগনার ৬জায়গায় চলে তল্লাশি
  • আমদানি-রফতানি সংক্রান্ত বেআইনি কারবার ফাঁদার অভিযোগ
  • বিপুল টাকা লেনদেন হয় বলে সন্দেহ ইডি-র কর্তাদের

শুক্রবার সকাল ৭টা নাগাদ, হাওড়ার হালদারপাড়ায় পার্থপ্রতিম সেনগুপ্ত নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা। এরপর কলকাতার বিজয়গড়ের ব্যবসায়ী অরূপ সোমের বাড়িতেও তল্লাশি চালানো হয়।এয়ারপোর্ট সংলগ্ন  বিরাটিতে ব্যবসায়ী অরুণ সেনগুপ্তর বাড়িতেও এই আমদানি-রফতানি লেনদেনের তথ্য পেতে  ইডি আধিকারিকরা তল্লাশি চালায়। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ইডি মনে করছে, এইসব ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ছিল শাহজাহানের। তাই বেনিয়মের আসল উত্স কোথায়,কারা কারা এই বেআইনি কারবারে যুক্ত তার জন্য নথি উদ্ধারেও ইডির অনুসন্ধান জারি আছে। মূলতঃ শাহজাহানের সঙ্গে কারা কারা লেনদেন করেছেন,কাঁরা নানা হাত ঘুরে আসল মুনাফা পেয়েছে সেটাই স্ক্যানারে আনার জন্য চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্তারা।

Related Articles