দুর্গাপুর এনআইটি বিস্ফোরণ: সাত দিন পর মৃত্যু আহত অধ্যাপকের
Durgapur NIT blast: Professor injured dies seven days later

Truth Of Bengal: দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-তে গবেষণার সময় বিস্ফোরণে গুরুতর আহত চৌষট্টি বছরের অধ্যাপকের সাত দিন পর মৃত্যু। গত সপ্তাহের মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক ও আকাশ মাঝি নামে এক ছাত্র।
দু’জনই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসারত ছিলেন। অধ্যাপকের দেহের প্রায়ই ৯০ শতাংশ ঝলসে গিয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাঁকে, এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বাভাবিকভাবে এই ঘটনায় দুঃখে রয়েছে দুর্গাপুর এনআইটি-র পড়ুয়া ও শিক্ষক মহল।
প্রতিষ্ঠান সূত্রে খবর, মঙ্গলবার সকালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের নিয়ে থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণা চলছিল। সেই সময় আচমকাই একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ল্যাবের বাইরে থাকা অধ্যাপক ও ছাত্রের গায়ে কেমিক্যাল ছিটকে পড়ে, যার ফলে তারা ঝলসে যান।
অধ্যাপকের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ওঁর ছাত্রছাত্রী ও পরিবারকে সমবেদনা জানাই।”