
The Truth of Bengal: মেঘলা আকাশ হলেও এখন চারিদিকে পুজো পুজো গন্ধ৷ মেঘ কেটে রোদ ঝলমলে আবহাওয়ায় ফিরলে আসবে শারদোৎসবের আমেজ৷ ইতিমধ্যে পুজোর আবহ দেখা যাচ্ছে কালনার সমুদ্রগড়ের তাঁতের হাটে। আকাশ এখনও মেঘলা৷ তাও জমে উঠেছে কালনার সমুদ্রগড়ের তাঁতের হাট। করোনাপর্ব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সমুদ্রগড়ের গণেশচন্দ্র তাঁত কাপড় হাট।
পুজোর মুখে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল হাটে। যারা এতদিন অনলাইনে কেনাকাটা করতেন, তারাও এবছর অনলাইন থেকে মুখ ফিরিয়ে হাটের আসছেন। করোনার সময় বিক্রিবাটা না হওয়ায় সমস্যার মুখে পড়েছিলেন সমুদ্রগড় এলাকা সহ আশপাশের এলাকার তাঁতশিল্পীরা। শুধুমাত্র পুজোর মুখে সামান্য কিছু বিক্রি হয়েছিল। কিন্তু এবছর ছবিটা একটু অন্যরকম। পুজোর মরসুমে ধীরে ধীরে জমে উঠেছে সমুদ্রগড়ের তাঁতের হাট। ক্রেতারা জানাচ্ছেন, অনলাইনে হাতের সামনে দেখতে পাওয়া যায় না।
এখানে হাতের সামনে সব রকম জিনিস দেখা যাচ্ছে। দামও অনেকটা সস্তা হয় অন্য জায়গার তুলনায়। তাই ক্রেতারা ভিড় জমাচ্ছেন কালনার এই তাঁতের হাটে।তাঁতের হাটের ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবছর পুজোয় হ্যান্ডলুম, জামদানি, বাংলাদেশের শাড়ি সহ বিভিন্ন ধরনের পোশাকের চাহিদা রয়েছে। পুজো যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে হাট।এবছর এখনও যা ব্যবসা হয়েছে তাতে কিছুটা ধাক্কা সামলে উঠতে পেরেছেন তাঁতশিল্পী ও ব্যবসায়ীরা। পুজো আসতে আরও কয়েকটি দিন বাকি ফলে ব্যবসায়ী ও তাঁতশিল্পীদের বিশ্বাস ব্যবসা আরও বাড়বে।
Free Access