রাজ্যের খবর
Trending

দুর্গা পুজোর অনুদান ৮৫ হাজার টাকা,মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনেই উল্লাসে ফেটে পড়ল পুজো কমিটির সদস্যরা

Durga Puja grant 85 thousand taka, after hearing the announcement of the Chief Minister, the members of the puja committee burst into joy.

The Truth Of Bengal,হুগলি ,রাকেশ চক্রবর্তী: আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো নিয়ে সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জেলাতেও সেই বৈঠক বিডিও কনফারেন্সের দেখেন পুজো উদ্যোক্তারা।বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দু বছর আগে ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে।

ইউনেস্কো কালচারাল হেরিটেজ তালিকায় স্থান করে নিয়েছে বাংলার দুর্গোৎসব।এর পরই শুরু হয় জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল।পুজোর বাকি এখনো আড়াই মাস।তার আগেই সমন্বয় বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর অনুদান ঘোষনা হতেই হাততালিতে ফেটে পরে হল।চন্দননগর রবীন্দ্র ভবন ও রিষড়া রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তারা।

গতবারে ৭০ হাজার টাকা ছিল দুর্গাপুজোর অনুদান।এবার সেটা পনেরো হাজার টাকা বাড়িয়ে করা হয় ৮৫ হাজার টাকা।মুখ্যমন্ত্রী এদিন বলেন এবার পনেরো বাড়ল সামনের বার আরো পনেরো বাড়িয়ে দেবো।স্বভাবতই ছোটো বারোয়ারী গুলোর এতে অনেক সুবিধা হবে পুজো করতে।বিদ্যুৎ এও ৭৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী।

Related Articles