রাজ্যের খবর

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল ১১ টা থেকে সারাদিন বন্ধ থাকছে গঙ্গাসাগর যাওয়ার জন্য নামখানা সমস্যায় যাত্রীরা

Due to the inclement weather, the passengers are closed for the entire day from 11 am to go to Gangesagar

The Truth Of Bengal,জাহেদ মিস্ত্রী,দক্ষিণ ২৪ পরগনা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরো সক্রিয় ঘূর্ণাবর্ত।  শুক্রবার জেলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সকাল থেকেই জেলা জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ। উপকূলীয় এলাকায় বইছে দমকা ঝড়ো হাওয়া।

নদী এবং সমুদ্র যথেষ্ট উত্তাল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে আজ বন্ধ করা হলো গঙ্গাসাগর যাওয়ার জন্য নামখানা- বেণুবন লঞ্চ সারভিস। শুক্রবার সকাল ১১ টা থেকে সারাদিন এই লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে।

অন্যদিকে সুন্দরবনের সব যাত্রী পরিবহন এ যুক্ত লঞ্চ ও মোটর বোট গুলিকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরলে আগামীকাল থেকে পুনরায় চালু করা হবে নামখানা- বেনুবন লঞ্চ পরিষেবা।

 

Related Articles