রাজ্যের খবর

নাম্বার প্লেট বিহীন ট্রাক্টারে বালি পাচারের ছক, গ্রেফতার চালক

Driver arrested for smuggling sand in tractor without number plate

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, ইন্দাস, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোশবাগের শুকোপুকুর মোড় থেকে অবৈধভাবে বালি বোঝাই একটি নাম্বারবিহীন ট্রাক্টরকে আটক করেছে পুলিশ। চালককেও গ্রেফতার করা হয়েছে। ধৃত চালকের নাম রাজু মাঝি, বাড়ি ইন্দাস থানার পাত্রগাতী এলাকায়।

পুলিশ সূত্র খবর, বুধবার বিকেলে ইন্দাস থানার পাশ দিয়েই বয়ে যাওয়া দারকেশ্বর নদী থেকে একটি নাম্বার প্লেট বিহীন ট্রাকটারের মাধ্যমে বালি পাচার করছিল রাজু মাঝি। খোসবাগের শুকোপুকুর মোর সংলগ্ন এলাকায় ট্রাক্টরটি ইন্দাস থানার দায়িত্বপ্রাপ্ত এক অফিসারের নজরে আসে।

ট্রাক্টরের নাম্বার প্লেট না থাকায় তার সন্দেহ হয়। বালি পাচারের বৈধ নথি দেখতে চাইলে চালক তা দেখাতে পারেনি। এরপরেই ওই বালি বোঝাই ট্রাক্টরটিকে আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় চালককে। বৃহস্পতিতে অভিযুক্ত চালককে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে ইন্দাস থানা পুলিশ।

Related Articles