রাজ্যের খবর

সবুজ বাঁচাতে ভরসা রং তুলি, মনে করছেন বাঁকুড়ার শিল্পী

Drawing hope to save green, thinks Bankura artist

Bangla Jago Desk : লালমাটির জেলার সবুজের মানচিত্রে স্নিগ্ধ শিখর নিয়ে দাঁড়িয়ে রয়েছে শুশুনিয়া। রাজপুতনার পুষ্করণার অধিপতি চন্দ্রবর্মার খোঁজ মেলে শুশুনিয়া পাহাড়ের উত্তর ঢালে পাথরের গায়ে খোদিত এক লিপিমালাতেও। বিবর্তনের পথ ধরে এগিয়ে যাওয়া এই শুশুনিয়ায় এখন ঐতিহ্যের লিপিই যেন হারিয়ে যেতে বসেছে। বর্তমান সময়ে সেই শুশুনিয়ায় বারবার আগুন লাগায় আতঙ্ক ছড়ায়। কারা আগুন লাগায়,কারা এই আতঙ্ক ফেরি করতে চায় তা স্পষ্ট নয়।বনাঞ্চল কাঁদায় এবার সবাই পরিবেশরক্ষায় সজাগ ভূমিকা নিক।

একথা সবার দরবারে তুলে ধরতে তুলিই তুলে নিয়েছেন বাঁকুড়ার এক শিল্পী। বিট অফিসের দেওয়াল চিত্রে সেভ শুশুনিয়ার ডাক দেওয়া হয়েছে। শৈল সবুজায়নের মিশন সার্থক রূপ দেওয়ার এই স্বতঃপ্রণোদিত ভাবনা সব মহলের প্রাণ ছুঁয়ে যাচ্ছে। শুশুনিয়া বীট অফিসের দেওয়াল জুড়ে শুধুই রঙিন ছবি। এক একটি ছবি এক একটি কথা বলছে। ছবির একদিকে দেখা যাচ্ছে জলন্ত শুশুনিয়ার বনাঞ্চল কাঁদছে, অপরদিকে সবুজ স্নিগ্ধ প্রকৃতি। আবার কোনও ছবিতে বলা হয়েছে গাছ কাটলে কি ক্ষতি হতে পারে বনাঞ্চলের।

পুরো বিট অফিসের দেওয়াল জুড়ে এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ এবং পর্যটকরাও। বন দফতরের এই ক্যাম্পেন তাঁদের মনে দাগ কাটবে বলে আশা আধিকারিকদের। পাহাড় বাঁচাতে শিল্পকলাকে বেছে নেওয়ার এই অভিনব চিন্তাধারা সবমহলের কাছে আশার সঞ্চার করছে। প্রকৃতিপ্রেমীরা চান, ইচ্ছাকৃতভাবে যাঁরা শুশুনিয়ার ওপর অত্যাচার করছে তাঁদের এবার বোধদয় হোক। যাতে অরণ্যসভ্যতার প্রাণের প্রবাহ ঠিক থাকে,পরিবেশ সজীবতায় ভরে ওঠে।

 

FREE ACCESS

Related Articles