‘বাংলার মা-বোনেদের আত্মসম্মান নিয়ে খেলবেন না‘, সন্দেশখালি নিয়ে বিজেপিকে তোপ মমতা
'Don't play with the self-esteem of Bengali mothers and sisters', Mamata hits out at BJP over Sandeshkhali

The Truth of Bengal: ‘টাকা ছড়ালে টাকা ফেরত পাওয়া যায়, কিন্তু মায়েদের আত্মসম্মান হারালে তা আর ফেরে না।‘ সন্দেশখালির ঘটনা নিয়ে এই ভাষায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি ইস্যুতে বীরভূমের লাভপুরের সভা থেকে বিজেপিকে একহাত নিতে দেখা যায় তাঁকে। এর আগে তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছে, সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। এবার সেই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে এক বিজেপি নেতাকে সাজানো অভিযোগ স্বীকার করতে দেখা গিয়েছে।
সেই ভিডিওকে হাতিয়ার করে রবিবার লাভপুরের প্রচার সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ভেবেছিলেন কখনও যে এরকম সাজানো ঘটনা হতে পারে? আমি বলতে চাই বিজেপিকে, মনে রাখবেন, টাকা ছড়ালে টাকা ফেরত পাওয়া যায়। কিন্তু মায়েদের আত্মসম্মান হারালে তা আর ফিরে আসে না। বাংলার মা, বোনেদের আত্মসম্মান নিয়ে এই খেলাটা খেলবেন না।‘
কয়েকদিন আগে রাজ্যে এসে জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, যোগ্য চাকরিহারাদের আইনি সহায়তা দেবে বিজেপি। এদিন সেই প্রসঙ্গটি উঠে আসে মমতার মুখে। এই সভা থেকে চাকরি বাতিল নিয়েও বিজেপিকে নিশানা করেন মমতা। বলেন, এত মানুষের চাকরি কেড়ে নিয়ে বলছে পাশে থাকব।‘