রাজ্যের খবর

ডোমকলে রুট মার্চ, অশান্তি রুখতে তৎপর প্রশাসন

Domkal route march, administration active to prevent unrest

Truth Of Bengal: বুধবার মুর্শিদাবাদের ডোমকল ব্লকে কেন্দ্রীয় বাহিনী নামায় নির্বাচন কমিশনের নির্দেশে। বিভিন্ন এলাকা ঘুরে রুট মার্চ চালানো হয় ডোমকল থানার অধীনস্থ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরাও। রানীনগর থানার আইসি পার্থসারথি মজুমদার ছাড়াও জেলা পুলিশের একাধিক আধিকারিক রুট মার্চে অংশগ্রহণ করেন।

রুট মার্চের মূল উদ্দেশ্য ছিল, সম্প্রতি জঙ্গিপুরে ঘটে যাওয়া উত্তেজনার রেশ যাতে ডোমকল বা আশপাশের এলাকায় না পৌঁছায়, সেই ব্যাপারে সতর্ক থাকা। ওয়াকফ আইন প্রত্যাহারকে কেন্দ্র করে জঙ্গিপুরে যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা দ্রুত ছড়িয়ে পড়েছিল বিভিন্ন অঞ্চলে। বেশ কিছু জায়গায় ধ্বংসাত্মক কার্যকলাপ এবং হিংসাত্মক ঘটনার খবরও আসে। এরই পরিপ্রেক্ষিতে গোটা মুর্শিদাবাদ জেলাজুড়ে প্রশাসন তৎপর হয় এবং সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেয়।

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযান যে শুধু আইনশৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে, তা নয়—এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল হিসেবেও কাজ করছে। জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করা, এবং যে কোনও বিশৃঙ্খল পরিস্থিতির বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত গোয়েন্দা নজরদারিও চালানো হচ্ছে। সবমিলিয়ে, ডোমকলে এখন কড়া নজরদারির মধ্যেই রয়েছে প্রশাসন। শান্তি বজায় রাখতেই আগাম এই ব্যবস্থা।

Related Articles