
Truth Of Bengal: গত শুক্রবার কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে এক চিকিৎসক তরুণীকে নৃশংসভাবে হত্যা করে ধর্ষণ করা হয়। তারপর থেকে উত্তাল হয়ে উঠে রাজ্য সব চিকিৎসক সংঘটন দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছিল এবং পথসভা করা হয়।
মঙ্গলবার আসানসোলের রবীন্দ্র ভবন থেকে চিকিৎসক সংঘটন ইন্ডিয়ান ম্যাডিক্যাল এসোসিয়েশনের আসানসোল শাখা এক মৌন মিছিলের আয়োজন করেন। বিশিষ্ট চিকিৎসক তথা আই এম এর চিফ প্যাট্রোন ডাঃ প্রভাশ মাজি জানান কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে যেভাবে নৃশংসভাবে হত্যা ও ধর্ষণ করা হয় তাতে চিকিৎসকমহল আতঙ্কিত।
দোষীকে গ্রেপ্তার এবং মামলা সিবিআইয়ের কাছে চলে যাওয়াতে খুশী হলেও তাদের দাবি বিভিন্ন হাসপাতালে রাত্রে ডিউটিতে মহিলা চিকিৎসা ও সিষ্টারদের নিরাপত্তা বাড়াতে হবে। মঙ্গলবার আসানসোলের চিকিৎসক সংঘটনের ডাকা মৌণ মিছিলে বিভিন্ন সংঘটন, লায়ন্স ক্লাব ও রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।