রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় করতে রাজি ডাক্তাররা

Doctors agreed to discuss with the Chief Minister

Truth Of Bengal : আন্দোলনকারীরা নিজেদের মধ্যে বৈঠকের পর জানান, “আমরা আলোচনায় বসতে চাই। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এখনো পাঁচ দফা দাবিতেই অনড়। স্বচ্ছতার প্রশ্ন থাকছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় করতে রাজি ডাক্তাররা। আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে ইমেইলে। যেকোনো সময় আমরা আলোচনা করতে প্রস্তুত। বৈঠকে যেতে রাজি আছি। নবান্নে ফের ইমেইল পাঠালেন আন্দোলনকারীরা।

জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, “মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে চাইছেন। আমরাও পাঁচ দফা দাবি নিয়ে আলোচনায় বসতে চাইছি। বার বার আমরা এক কথাই বলছি, আমরাও আলোচনায় বসতে রাজি আছি।”

জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, ‘‘মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক। তিনি যে কোনও জায়গায় আসতে পারেন। আমাদের ধর্নামঞ্চে এসেছেন, স্বাগত জানাচ্ছি। আমাদের আন্দোলনের প্রতি এটাকে সমার্থক বলে মনে করি। এক জন অভিভাবক হিসাবে তিনি যে দৃষ্টিভঙ্গি দেখালেন, তা থাকা উচিত। কিন্তু ৩৪ দিন পর কেন এই দৃষ্টিভঙ্গি?”

Related Articles