রাজ্যের খবর

তীব্র গরমের হাত থেকে মানুষকে স্বস্তি দিতে জেলা ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ

District Traffic Police takes initiative to provide relief to people from scorching heat

Truth Of Bengal: তীব্র গরমের হাত থেকে মানুষকে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিল নদীয়ার রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশ। ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে দিয়ে হাঁসফাঁস খাচ্ছে মানুষ, তারি মধ্যে কর্তব্যরত অবস্থায় নদীয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া বাইপাসের ১২ নম্বর জাতীয় সড়কের পাশে জলছত্র কর্মসূচির আয়োজন করা হয় ট্রাফিক পুলিশের তরফে।

স্বয়ং উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার। সাথে ছিলেন ট্রাফিক পুলিশের ওসি দীপক সিকদার। পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের ঠান্ডা পানীয় জল এবং ফল খাইয়ে করছেন সচেতনতা। নদীয়ার মধ্যে এই প্রথম অভিনব উদ্যোগ নিতে দেখা গেল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।

জলছত্র কর্মসূচির মধ্যে দিয়ে ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার বলেন,এই জলছত্র কর্মসূচির মধ্যে দিয়ে দুর্ঘটনা প্রসঙ্গে পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের করছেন সচেতনতা। প্রতিদিন যেভাবে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে তা খুবই উদ্বেগের বিষয়, এপ্রিল মাসের শুরু থেকেই তাপমাত্রা তীব্র আকার নিচ্ছে, অসস্থিতে পড়ছে সাধারণ মানুষ। উভয় ক্ষেত্রেই মানুষকে বোঝানো এবং সচেতন কড়ায় তাদের মূল উদ্দেশ্য। অন্যদিকে ট্রাফিক পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকরা।

Related Articles