Big Breaking : “পা ভেঙ্গে দেব” : দিলীপ ঘোষ
Big Breaking: Dilip Ghosh said, such a game will break legs

The Truth Of Bengal : ফের বিস্ফোরক দিলীপ। দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। লাগাম তো দূরস্ত, প্রতিদিনই নতুন নতুন বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন তিনি। কীর্তি গড়ছেন বিজেপির এই হেভিওয়েট প্রার্থী। এর আগে খোদ নির্বাচন কমিশন তার মন্তব্যের জন্য আগেই সতর্ক করেছে। তবুও যেন বেলাগাম হয়ে চলেছেন দিলীপ। বুধবার নিজের লোকসভা কেন্দ্র বর্ধমান-দুর্গাপুরে নির্বাচনী প্রচারে বেরিয়ে আবারও সেই রণহুঙ্কার দিলীপের গলায়। এবার পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। দিলীপ ঘোষ বলেন, এমন খেলা হবে পা ভাঙা হবে।
নির্বাচন কমিশন এর আগে তার বেপরোয়া মন্তব্যের জন্য সতর্ক করেছিল। শুধু কমিশন নয়, সতর্ক করেছিল দিলীপ ঘোষের দল বিজেপিও। তাঁকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছিল তাঁর নিজের দল। তারপরও কোনরকম ভ্রুক্ষেপ নেই বিজেপির এই বিদায়ী সাংসদের। সতর্কিত হওয়ার পরও কখনও নির্বাচন কমিশন, কখনও রাজ্যপাল – কাকা, মেসো বলে আক্রমণ করেছেন। কাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন, এমনকি ব্যক্তিগত আক্রমণ করেছেন। মঙ্গলবার নির্বাচনী প্রচারে দেখা যায় লাঠি হাতে ঘুরছেন দিলীপ ঘোষ।
এই নিয়ে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তৃণমূল। প্রচারে হাতে লাঠি কেন উঠেছে প্রশ্ন। অবশ্য স্বভাব সিদ্ধ ভঙ্গিতে দিলীপ ঘোষ বলেন, অবাঞ্ছিত লোকেরা সামনে পড়ে গেলে তাদের জন্য এই লাঠি। এবার সরাসরি পা ভেঙে দেওয়ার হুঙ্কার। সেই সঙ্গে দিলীপের গলায় খেলা হবে হুংকার। তার বিরুদ্ধে আবারও অভিযোগ জানাতে চলেছে তৃণমূল।