আবারও মেজাজ হারালেন দিলীপ, এবার বিজেপি কর্মীদের গরু চরানোর পরামর্শ!
Dilip Ghosh lost his temper again

The Truth of Bengal: ‘রাজনীতি ঠিক করে করতে না পারলে গরু চরাও গে যাও।‘ দলের কর্মীদের এমন পরামর্শ দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ। বিরোধীদের উদ্দেশ্যে কু-কথা, হুঙ্কার, হুমকি অব্যাহত আছে দিলীপের। মুখ্যমন্ত্রীকেও লাগাতার নিশানা করে যাচ্ছেন। এবার দিলীপের নিশানায় দলের কর্মীদের একাংশ। তাদের গরু চরানোর পরামর্শ দিলেন দিলীপ ঘোষ।
রুটিন মেনে বুধবারও প্রার্তভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। দুর্গাপুরের গোলপার্কের কাছে দলের প্রচার এবং কর্মসূচি ঠিক করে চলছে কিনা, সেই সম্পর্কে খোঁজ খবর নিতে থাকেন। তবে দলের কর্মসূচিতে খুব একটা সন্তুষ্ট হননি দিলীপ। তারপর প্রকাশ্যে দলের কর্মীদের বকুনি দিতে থাকেন তিনি। এক সময় মেজাজ হারিয়ে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘‘রাজনীতি ঠিক করে করতে না পারলে গরু চরাও গে যাও।‘
গতকাল দিলীপ বলেছিলেন, ‘১৩ তারিখের পর তৃণমূল নেতাদের গলায় ও কোমরে দড়ি পরাতে হবে পুলিশকে।‘ ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল নেতা ও পুলিশকে একহাত নিয়েছিলেন দিলীপ। পুলিশকে আক্রমণ করে দিলীপ বলেছিলেন, ‘পুলিশের চোখে কি ন্যাবা হয়েছে?’ পরে তাঁকে মাইকে গাইতে শোনা যায়, ‘পরদেশি পরদেশি জানা নেহি, মুঝে ছোড়কে মুঝে ছোড়কে’। পরদিন আবার খবরের শিরোনামে দিলীপ। দলের কর্মীদের গরু চরানোর পরামর্শ দিলেন।