দুর্গাপুরের পর বর্ধমানে দিলীপের উপর হামলা, মাথা ফাটল জওয়ানের
Dileep was involved in the fight, Trinamool worker's head was cracked with a stick

The Truth of Bengal: দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ মন্তেশ্বরে। বাঁশ উঁচিয়ে দিলীপ ঘোষকে বাধা। গাড়ির সামনেই শুয়ে পড়লেন তৃণমূলকর্মী। এদিন মন্তেশ্বরের টুল্লা গ্রামে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। পরিস্থিতি আয়ত্তে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ ও দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা। তাতে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর। আহত সেই কর্মীকে দিলীপ ঘোষের গাড়ির সামনে রেখে বিক্ষোভ শুরু হয়। সেখানে স্লোগান ওঠে ‘দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান’। এই ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। মন্তেশ্বর এর পর বর্ধমানের দিলীপ ঘোষের গাড়িতে হামলা। কালনা গেটে দিলীপের কনভয়ে থাকা এসকট গাড়িতে ভাঙচুর। আহত দুই জওয়ান। মাথা ফেটেছে এক জওয়ানের। কমিশন ও বাহিনী কেন চুপ ক্ষোভ প্রকাশ দিলীপের।
এদিন সকাল থেকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিভিন্ন বুথে বুথে ঘুরতে থাকেন দিলীপ ঘোষ। ভোট শুরুর পর থেকেই মন্তেশ্বরের টুল্লা গ্রামের কিছু অশান্তির খবর আসতে থাকে। বেলা ১টা নাগাদ সেখানে যান দিলীপ ঘোষ। সেখানে গেলেই দিলীপকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ এরপর তৃণমূলকর্মীদের দিকে তেড়ে যান দিলীপ ঘোষ। তাঁদের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। মুহূর্তে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলশী ও দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা লাঠিচার্জ করেন। তাতে এক তৃণমূলকর্মীর মাথা ফেটে যায়। তারপর পরিস্থিতি আরও বেগতিক হয়ে যায়। উত্তেজিত জনগণ দলীপের কনভয়ের কয়েকটি গাড়ির কাচ ভেঙে দেয়।
ধুন্ধুমার বর্ধমানের মন্তেশ্বরে ! বাঁশ উঁচিয়ে দিলীপ ঘোষকে বাধা, গাড়ির সামনেই শুয়ে পড়লেন তৃণমূলকর্মী, মন্তেশ্বরে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ । যেন রণক্ষেত্র মন্তেশ্বর। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি আটকে দেওয়া হল রাস্তাতেই। কিছুতেই এগোতে দেবেন না তাঁরা দিলীপ ঘোষকে, সরব হলেন তৃণমূল কর্মীরা। গাড়ির সামনেই শুয়ে পড়লেন তৃণমূলকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে নামল বিরাট পুলিশ বাহিনী। পূর্ব বর্ধমান। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামেন পুলিশ ও দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা। তাঁরা ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। লাঠির আঘাতে মাথা ফাটে ইনসান শেখ নামে এক তৃণমূল কর্মীর। এর পরই তৃণমূলের বিক্ষোভ আরও বড় আকার নেয়। আহতকে দিলীপ ঘোষের গাড়ির সামনে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান। দিলীপের গাড়ি লক্ষ্য করে লাগাতার ইটও ছোড়া হয়। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বেশ কিছুক্ষণ পর এলাকা ছাড়েন দিলীপ।