রাজ্যের খবর

অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির, জানালেন মুখ্যমন্ত্রী

Digha's Jagannath Temple to be inaugurated on Akshaya Tritiya, says Chief Minister

Truth Of Bengal: আড়াইশো কোটি টাকা ব্যয় করে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। মুখ্য সচিবের নেতৃত্বে গড়ে উঠবে জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ড। দিঘা জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। আর তিন মাসের মধ্যে এই মন্দিরের কাজ সম্পন্ন হবে। এবার ধুমধাম করে রথযাত্রা হবে এই মন্দিরে। উদ্বোধনের দিন ধুমধাম করে বহু অতিথির উপস্থিতিতে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এবছর অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন এবং প্রথম রথযাত্রার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সরেজমিনে খতিয়ে দেখেন মন্দিরের নির্মাণ কাজ। দর্শনার্থীদের জন্য এই মন্দিরের দ্বার দ্রুত খুলে দেওয়ার উদ্যোগ আগেই নেওয়া হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন উদ্বোধনের দিন। অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী বলেন এ বছর রথযাত্রা ধুমধাম করে হবে দিঘা জগন্নাথ মন্দিরে। তিনি নিজে উপস্থিত থাকবেন রথযাত্রায়।

Related Articles