রাজ্যের খবর

জগন্নাথের আধ্যাত্মিক মাহাত্ম্যে উজ্বল সমুদ্রনগরী দিঘা

Digha, the sea city resplendent in the spiritual greatness of Lord Jagannath

Truth Of Bengal: আধ্যাত্মিক জগতে  আলাদা সাড়া ফেলতে চলেছে দিঘা।এতদিন যে দিঘা  সমুদ্রের শোভার জন্য বড় গর্বের ছিল,এবার  সেই দিঘা তীর্থ পর্যটনের প্রাণকেন্দ্র হয়ে উঠতে চলেছে। একদিকে সমুদ্র স্নানের সুযোগ আর অন্যদিকে,জগন্নাথ দর্শন করতে পারবেন ভক্তিবাদীরা। ভক্তিমার্গের পথে এগিয়ে চলা দিঘায় অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

তারজন্য প্রশাসনিক প্রস্তুতি চলছে জোরকদমে। এরমধ্যে আলোকমালায় সেজে উঠেছে দিঘা। দিঘা শহর জুড়ে লাগানো হয়েছে ৮টি মেগা আলোর গেট। দিঘার জগন্নাথ মন্দিরের আদলেই সেই আলোকসজ্জা করা হয়েছে।  পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজায় থাকা ধর্মচক্র দিয়ে সাজানো হয়েছে গেটের চারদিক।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

মেগা গেটের মাথায় রয়েছে আলোকমালা,রয়েছে জগন্নাথ,বলরাম ও সুভদ্রাকে নিয়ে আলোরসৃষ্টি। দিঘা জুড়ে ৪৮টির বেশি আলোকমূর্তি গড়া হয়েছে। আলোকসজ্জায় আবারওল্ড দিঘা এবং নিউ দিঘার ব্যবধান মুছে ফেলে একাত্মবাদী ভাবনাকেই ঠাঁই দেওয়া হয়েছে। মন্দিরের উদ্বোধন ঘিরে পুলিশ প্রশাসনের চরম ব্যস্ততা। মন্দির উদ্বোধনের দিন সরাসরি সম্প্রচার দেখানোর জন্য জায়গায়-জায়গায় লাগানো হয়েছে এলইডি স্ক্রিন। শুরু হয়েছে যান নিয়ন্ত্রণও। কাউন্ট ডাউনও শুরু হয়ে গিয়েছে মন্দির উদ্বোধনের জন্য।

নিজস্ব চিত্র

 

নিজস্ব চিত্র

Related Articles